মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জে ‘বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর গেস্ট-হাউস ক্যাফেতে সকল সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সভা সম্পন্ন হয়।
সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের ছেলে মো: কামরুল হাসান।
কামরুল হাসান রুপগঞ্জ ভোলাব ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে মোঃ কামাল হোসেন সভাপতি ও সাংগঠনিক পদে মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন