সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে পিতা পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো এলাকায়। পরে আহত মো. রবিউল আলমের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে হামলার সাথে জড়িত ৩ জনের নাম উল্লেখ ও ৫/৭জনকে অজ্ঞাত নামা বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত বিবাদীরা হলো একই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে মোহাম্মদ জুনায়েদ মোল্লা(২৮) জুয়েল( ২২) ও মানিক মোল্লার ছেলে মোঃ রাকিব (৩০) ।
অভিযোগ সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছোড়া,চাপাতি, রামদা,লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় রবিউল আলম (৫৫) এর উপর। এসময় তার ছেলে মুহাম্মদ হোসেন ভূঁইয়া এগিয়ে গেলে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এ সময় রবিউল আলমের স্ত্রীর ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।
এসময় স্থানীয়দের সহায়তায় তার স্বামী সন্তান কে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি ( তদন্ত )আহসান উল্লাহ জানান হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্তপূ্র্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন