মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লিকেজের আগুনে চারজন দগ্ধ হয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন,মোঃসজিব,মোঃ রুবেল,মোঃ মামুন মিয়া ও জাকারিয়া।
স্থানীয়রা জানায়,মঙ্গলবার সন্ধ্যার দিকে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম জানান, কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে ৪ জন দগ্ধ হয়েছেন, তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন