মোঃ নুর নবী জনি:-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে হাইস গাড়ীর ধাক্কায় আবুল হাসনাত (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সকাল আনুমানিক ৮ টায় মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় স্বজনরা জানান, আবুল হাসনাত প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে হোটেল যাওয়ার উদ্দেশে সোনাখালি বাস স্ট্যান্ড থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি হাইস গাড়ী তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান,নিহতের লাশ আত্মীয় স্বজনের অনুরোধে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন