অপহরণেরকৃত কিশোরীকে উদ্ধার করল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

অপহরণেরকৃত কিশোরীকে উদ্ধার করল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ


পাভেল:-
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকার অপহরণকৃত এক কিশোরীকে শুক্রবার রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা নামক প্রত্যন্ত চরাঞ্চল এলাকা থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ। এক মাসের বেশি সময় আগে ওই কিশোরী অপহরণের শিকার হয়।


শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়াউর রহমান। 


গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো:রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা এলাকার সুজন মানিকের ছেলে সোহান(২২) ও একই জেলা ও থানার পাট্টা এলাকার রাসেল(৩৬)। অপহরণকৃত মাহিমার সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে শাহহ কামালের মেয়ে।


এ বিষয়ে এস আই ইয়াউর রহমান বলেন, না:গঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যার এর নির্দেশে ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা স্যার এর দিক নির্দেশনায় আমি ও সঙ্গীও ফোর্স সহ তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা নামক প্রত্যন্ত চরাঞ্চল এলাকা থেকে অপহৃত কিশোরী মাহিমাকে উদ্ধার করি। 


এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান,অপহরণের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনান ও কার্যক্রম প্রক্রিয়াধীন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭