মোঃ নুর নবী জনি:-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সাদীপুর কনকা ফ্যাক্টরীর সামনে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত হয়েছে। তার নাম মো.মামুন (২৮)।
এ সময় মোটর সাইকেলের অপর আরোহী আহত হয়। আহত মেহেদীকে (১৮) রাজধানী ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে নটার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম আজাদ জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার সাদীপুর কনকা ফ্যাক্টরী এলাকায় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহী মামুন ও মেহেদীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলেই মামুন নিহত হয়। অপর আরোহী মেহেদীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন