মদনপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

মদনপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে । 


বৃহস্পতিবার রাতে ওই মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার ও থানার কাফিলাপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে লুৎফর রহমান বুলেট।


বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বকারী নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার-(খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।


অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান,ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা ও ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়।


এসময় কক্সবাজার থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৫-৯২৩৪ থেকে ড্রাইভার লুৎফর রহমান বুলেটের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭