মোঃনুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন দিলু (৪৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শুক্রবার ভোররাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চাঁদমহল সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত দেলোয়ার হোসেন দিলু ঢাকা জেলার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত মোঃ সিরাজুল হকের ছেলে।
সোনারগাঁ থানা পুলিশের এসআই মেহেদী হাসান জানায়, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম) এর দিক নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার ভোররাতে কাঁচপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চাঁদমহল সিনেমা হলের সামনে আমি ও সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ি দেলোয়ার হোসেন দিলু (৪৩) তাকে গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই।
এ সংক্রান্তে সোনারগাঁ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন