মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ছেলের সাথে জুলেখা বেগম (৪৫) নামে এক মা অভিমান করে কীটনাশক পান করে আত্নহত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার (পহেলা মার্চ) দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,সনমান্দি ইউনিয়নের ফতেপুর এলাকার শাহজাহান মিয়ার স্ত্রীর সাথে তার বড় ছেলে আমিনুল ইসলামের কথা-কাটাকাটি হয়।পরে তার স্ত্রী কাউকে কিছু না বলে অভিমান করে ঘরে থাকা কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক পান করে।
এসময় তার অসুস্থতা দেখে আশপাশের লোকজন বুঝতে পেরে জুলেখা বেগমকে রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান,লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন