জনিঃ--নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০২২-২৩ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় “কৃষিই সমৃদ্ধি”কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার জামপুর ও নোয়াগাঁও ইউনিয়নে বারি সরিষা-১৪ জাত নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস,এম, সোহরাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম ,ঢাকা এডি অফিসের উপপরিচালক মনোতোষ শিকদার,ও অতিরিক্ত উপপরিচালক( উদ্যান) তাজুল ইসলাম।
সভায় বক্তারা তেল ফসল শস্য বিন্যাসে যুক্ত এবং ধান উৎপাদন করতে হলে সরিষার জাত হিসেবে বারি সরিষা ১৪ জাতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তাসলিমা আকতার,কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামানসহ সংশ্লিষ্ট ব্লকের এসএএও বৃন্দ ও কৃষক কৃষানীরা।
মাঠ দিবস শেষে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত পরিচালক সহ অন্যান্যরা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন