মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় মামলা হয়েছে।
কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ইসহাক মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসানউল্লাহ জানান,গত শনিবার সন্ধ্যায় তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সম্মান প্রথমবর্ষের ৯০ শিক্ষার্থী পানাম নগরীর ও বাংলাদেশ লোকও কার শিল্প ফাউন্ডেশন বেড়ানো শেষে বাড়ী ফেরার পথে স্থানীয় ১০-১৫ জন বখাটের হামলার শিকার হন।এসময় ২৫ জন শিক্ষার্থী আহত হন।
তিনি জানান এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ১৫০জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে। অতি শীঘ্রই আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন