মো: নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ আড়াইহাজারে র্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। বুধবার বিকেলে র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ফাহিমা(৩৫) আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার বাসিন্দা শামসুল হকের স্ত্রী। ২০১২ সালের ৫ নভেম্বর আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় নিজের টিনশেড ঘর থেকে ১২৪ বোতল ফেনসিডিল ও ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন। পরে তিনি আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে গত ১০ বছর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। এ মামলায় ফাহিমা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। গত ১৩ মার্চ এ মামলার রায় হয়।
ফাহিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন