সোনারগাঁয়ে অবৈধ জুস কারখানায় র‍্যাবের অভিযান,জরিমানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

সোনারগাঁয়ে অবৈধ জুস কারখানায় র‍্যাবের অভিযান,জরিমানা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে অবৈধভাবে ওয়েল কাম স্টার ফুট ও বিডি রয়েল নামে বিষাক্ত জুস কারখানায় অভিযান পরিচালনা করেন র‍্যাব-১১র একটি অভিযানিক দল।


বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত র‍্যাব-১১ ও ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১র উপ-অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী ও জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।


এসময় অভিযানে অবৈধ জুস কারখানার মালিক সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের এবায়েদ উল্লাহ মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে লিলন চৌধুরী (২৯) কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে পরিত্যক্ত ওই ভবন থেকে জুস তৈরির বিষাক্ত কেমিক্যাল ও প্লাস্টিক বোতল ভর্তি আনুমানিক প্রায় ১৪ হাজার লিটার জুস জব্দ করে অভিযানিক দল।

জব্দকৃত জুস ও মালামালের মধ্যে, রয়েল মেঙ্গো ড্রিংকস ৪ হাজার লিটার, প্রিন্সেস লিচি ২ হাজার লিটার, অরেঞ্জ ড্রিংক ৩ হাজার লিটার, রয়েল লিচি ১ হাজার লিটার, লিচি গ্লাস কাপ ১ হাজার লিটার, অরেঞ্জ গ্লাস কাপ ৩ হাজার লিটার, খালি বোতল ৫ হাজার পিছ, ১০ হাজার মোরক ও জুস তৈরির ২০ কেজি কেমিক্যাল ওই ভবনের সামনে তাৎক্ষনিক নষ্ট করে আগুন দিয়ে পুরিয়ে ফেলা হয়।

ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জান বলেন, শিশুখাদ্য বিষাক্ত জুস কারখানা থেকে প্রায় ১৪ হাজার লিটার পানিয় জব্দ করে আগুনে পুরে ফেলা হয়েছে। বিষাক্ত কেমিক্যাল দিয়ে পণ্য তৈরি ও অনুমোদনহীন কারখানাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব-১১, উপ-অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী বলেন, অবৈধভাবে বিভিন্ন রকমের বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি জুস ও শিশুখাদ্য যারা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে টাকা উপার্জন করছে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭