মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ৬১ নং রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিবের সাংগঠনিক সম্পাদক,নারায়ণগঞ্জ জেলা আ'লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল অর্থপেডিক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।
গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষদের মেডিসিন,গাইনি অর্থোপেডিক,সার্জারি অর্থোপেডিক ও শিশু বিশেষজ্ঞ সহ ২০ জন চিকিৎসকের একটি টিম নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় বলে জানান ডা.আবু জাফর চৌধুরী বিরু।
দিনব্যাপি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানকালে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লিপন চৌধুরী,নারায়ণগঞ্জ জেলা তাঁতি লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ,থানা ছাত্র লীগের সভাপতি হাসান রাসেদ, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মন্জু,সাধারণ সম্পাদক শরীফ, সহ-সভাপতি আসাদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন,শ্রমিক লীগের সভাপতি রোবায়েত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মশিউর রহমান শামীম,ছাত্রলীগ নেতা হাসান, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন