মোঃ নুর নবী জনিঃ- পবিত্র মাহে রমজানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপির নির্দেশনায় রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টীর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টীর সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।
প্রথম রোজা থেকেই সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত লিজা পাম্পে রোজাদারদের জন্য জাবেদ রায়হান নিজে উপস্থিত থেকে উন্নত মানের খেজুর,কলা,আপেল, তরমুজ,ভাঙ্গি,মিনারেল ওয়াটার,ছোলা,মুড়ি, আলুরচপ,বেগুনি,জিলাপি সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবারের সমন্বয়ে তিনি শত শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন। এমপি খোকার এমন নির্দেশনা পেয়ে রোজাদারদের ইফতার বিতরণ করে অন্য রকম এক প্রশান্তি পান বলে জানান জাবেদ রায়হান।এখানে বিনা টাকায় সম্মানের সাথে ইফতার করতে পেরে রোজাদাররাও খুব খুশি। প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে জানান জাবেদ রায়হান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন