সোনারগাঁয়ে রোজিনা নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

সোনারগাঁয়ে রোজিনা নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রোজিনা (৩৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 


শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউপির গজারিয়া পাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজিনা রাজধানীর মিরপুর কোটবাড়ী এলাকার বাসিন্দা আঃ হামিদের মেয়ে।  


স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় অজ্ঞাত এক নারীর গলার কন্ঠনালী ধারালো অস্ত্র দিয়ে কাঁটাবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।


এসময় নিহত রোজিনার মরদেহের পাশ থেকে তার জাতীয় পরিচয় পত্র উদ্ধার করেন। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী রোজিনার বয়স ৩৪ বছর। তার বাসা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, বাড়ি নাম্বার ২১, গলি নাম্বার ১, দক্ষিণ কোট বাড়ি, মিরপুর – ১২১৬।


এবিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীনও রয়েছে বলেও তিনি জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭