জনিঃ-রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৮ টায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতার জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারীদের শপথ পড়ানোর পাশাপাশি রঙিন বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ খলিলুর রহমান।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
ইভেন্টগুলোর মধ্যে ছিল দৌড়, হাইজাম্প, লংজাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট থ্রো, ডিসকাস থ্রো ও ৪০০ মিটার রিলে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম,এবং এডভোকেট আব্দুর রকিব (মন্টু),সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন