পাভেল:-নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ উপ পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মো: ইয়াউর রহমান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের হাত থেকে ইয়াউর রহমানের অনুপস্থিতিতে তার হয়ে ক্রেস্টটি গ্রহন করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
এসআই মো: ইয়াউর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, নারায়ণগঞ্জ জেলার সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার হিসেবে বিবেচিত ও নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছি। যে কোন পুরস্কারই ভালো লাগে। কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্বের পুরস্কার কর্মস্পৃহা ও মনোবল অনেকাংশে বৃদ্ধি করতে সহায়তা করে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি। সম্মান প্রদর্শন করছি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা স্যারকে যার দিক নির্দেশনা ও উৎসাহে আমি এ সফলতা অর্জন করেছি। সর্বোপরি আমি মনেকরি পুলিশের দায়িত্ব ও কর্তব্য কাজ হচ্ছে সমাজের সকল স্তরের শান্তি শৃঙ্খলা রক্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন