টাকার বিনিময়ে দেয়া প্রায় সারে ৩ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৯ মার্চ, ২০২৩

টাকার বিনিময়ে দেয়া প্রায় সারে ৩ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস


সোনারগাঁ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬টি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এর আগে পর্যায়ক্রমে এলাকার দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে এ সকল গ্যাসের সংযোগ দেয় তিতাস কতৃপক্ষ।


মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের, ভাটিবন্দর, রতনপুর, জৈইনপুর, জিয়ানগর, ভবনাথপুর, মরিচাকান্দিসহ ৬টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।


তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ সুরুজ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাদের সহায়তা করেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মাহফুজুর রহমান, এসআই মোঃ ইমরান হোসেন, এসআই পঙ্কজ কান্তি সরকারসহ সঙ্গীয় ফোর্স। 



এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অনেকে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। এভাবে প্রতি বছর সরকারের তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


এলাকাবাসী অভিযোগ করে বলেন, আমরা পূর্বে রাইজার প্রতি ৬০/৭০ হাজার টাকার বিনিময়ে তিতাস থেকে গ্যাস সংযোগ পেয়েছি। এর আগেও একবার সংযোগ বিচ্ছিন্ন করে পূনরায় টাকা নিয়ে আবার সংযোগ দেয়। তারা জানান, সংযোগ বিচ্ছিন্ন করে টাকা হাতিয়ে নেয়া যেন তিতাস কতৃপক্ষের বানিজ্য হয়ে দাড়িয়েছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রমজান মাসেও তারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে, যা একেবারেই অমানবিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭