পাভেলঃ--সিদ্ধিরগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাদের কে সিদ্ধিরগঞ্জ থানার এসও মন্ডল পাড়া কবরস্থান মাঠের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া সোনামিয়া মার্কেটের নুর মোহাম্মদের পুত্র মোঃ ফজলে রাব্বি (২৬) ও সুমিলপাড়া নতুন বাজারের আলমগীর হোসেনের পুত্র সিয়াম হোসাইন (১৯)।
এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে জেলা গোয়েন্দা পুলিশ ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
জানা যায়,জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পলাশ কান্তি রায়,আরিফ শেখ ও সহকারী উপ-পরিদর্শক মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসও মন্ডল পাড়া কবরস্থান মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদসহ রাব্বি ও সিয়াম কে গ্রেপ্তার করে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন