সুমন হাসান:- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মনারবাড়ী তুলাতলী এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে ৭৫পিস ইয়াবাসহ ডালিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় পুলিশ ফাঁড়ি। আজ রবিবার সকালে ওই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার মনারবাড়ী তালতলী গ্রামের মৃত মুল্লুক চাঁনের ছেলে মোঃ ডালিম (২৬)
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান জানান দীর্ঘদিন ধরে ডালিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে উপজেলার মনারবাড়ী তুলাতলী এলাকায় মাদক ব্যবসায়ী ডালিমকে মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলাম, এ এস আই ফরহাদ, সহ আমরা একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালাই।
এ সময় ওই মাদক ব্যবসায়ী টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে হাতেনাতে ৭৫পিস ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হই। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ রবিবার সকালে কোর্টে পাঠিয়েছি।
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান আরো জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন