নিজস্ব প্রতিনিধিঃ মেঘনা ঘাট থেকে আনন্দ বাজার পর্যন্ত কয়েকটি শিল্প মালিক মেগনা নদী দখল করে আছে এবং দখল করতেছে। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি মেঘনা নদীর দখল অবমুক্ত করার জন্য বি আই ডব্লিউ টি এবং জেলা প্রশাসক মঞ্জুর হাফিজকে আহবান জানিয়েছে।
সোনারগাবাসী জানায়, “আমান গ্রুপ, আল মোস্তফা গ্রুপ, ফ্রেস, মাস ফিড কোম্পানী গুলি মেঘনা নদীকে গ্রাস করে খেয়ে ফেলছে দেখার কেউ নাই। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা আসেন আর দখলবাজদের সাথে আঁতাত করে কোটি টাকা হাতিয়ে যায় কিন্তু দখলমুক্ত করার কোন ব্যবস্থা নেয় না।”
এবিষয়ে এলাকাবাসী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন