মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার ভোরে পৌরসভার আমিনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সোনারগাঁ পৌরসভার আমিনপুর গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে মো. আসাদ মিয়া (২৯), লোকনাথ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৮) ও বশির মিয়ার ছেলে রাব্বি ওরফে বারি (৩২)।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান,এ ঘটনায় ৩ জন দুর্বৃত্ত কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সম্মান প্রথমবর্ষের ৯০ শিক্ষার্থী পানাম নগরীর ও বাংলাদেশ লোকও কার শিল্প ফাউন্ডেশন বেড়ানো শেষে বাড়ী ফেরার পথে স্থানীয় ১০-১৫ জন বখাটের হামলার শিকার হন।এসময় ২৫ জন শিক্ষার্থী আহত হন।এ ঘটনায় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ইসহাক মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন