মোঃ নুর নবী জনিঃ-যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে আজ সোনারগাঁসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
গত এক মাস ধরে চলছিল রমজান। রোজা রাখছিলেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। সঙ্গে চলছিল প্রার্থনা।
আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় সোনারগাঁসহ দেশের ধর্মপ্রাণ লাখো কোটি মানুষ আজ সকালে ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে সামিয়ানার নিচে ঈদের নামাজ আদায় করেছেন।
সকাল সাড়ে ৮টায় সোনারগাঁয়ে প্রধান ঈদ জামাত উপজেলা সংলগ্ন জাতীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।
এদিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেঙ্গাভিটা ঈদগাহ ময়দানে সকাল সারে আটটায় ঈদের নামাজ আদায় করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগিয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তওফিক চেয়ে ঈদের জামাতে রব্বুল আল আমিনের নিকট বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে এমপি খোকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শিশুদের মাঝে ঈদ সেলামি প্রদান করেন।
এ সময় এমপি খোকা বলেন, আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। সেই লক্ষ্যে সোনারগাঁবাসীর জন্য কাজ করে যাচ্ছি, সোনারগাঁবাসীর মানুষের ভাগ্য পরিবর্তন জন্য চেষ্টা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন