বন্দরে সাংবাদিকদের নিয়ে আ'লীগ নেতা আক্তারের ইফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বন্দরে সাংবাদিকদের নিয়ে আ'লীগ নেতা আক্তারের ইফতার


বন্দর প্রতিনিধিঃ
বন্দরে সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করেছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তার হোসেন বিএ। 

রোববার (১৭ রমজান)  সন্ধ্যায় সাবদি-হাজরাদি এলাকায় কাজমি চাইনিজ রেস্টুরেন্টে এ বন্দরের প্রায় ২৫ জন সাংবাদিকদের অংশগ্রহণে এ ইফতার আয়োজন সম্পন্ন হয়। 

এসময় আক্তার হোসেন বিএ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তার লেখুনির মাধ্যমে সমাজের মাদক, সন্ত্রাস ও  অপরাধ দূর হয়। নিজেদের স্বার্থ ত্যাগ করে সাংবাদিকরা সবসময় নির্যাতিত মানুষের পক্ষ দিনরাত পরিশ্রম করে আসছে। আজকে তাদের মত গুনীজনদের সাথে ইফতার করতে পেরে আমি সত্যিই খুব সৌভাগ্যবান।   আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে এতো ব্যস্ততার মাঝে তারা আমার দাওয়াতে এ আয়োজনে সময় দিয়েছেন। 

ইফতার মাহফিলে অংশ নেন, বন্দর প্রেসক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক জিএম মজনু, ফিরোজ খান প্রবীণ সাংবাদিক তথা দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি এস এম আবদুল্লাহ, বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন,  দৈনিক সোজাসাপটা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফুল ইসলাম,  বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিকে রাসেল, বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জের আলো পত্রিকার বন্দর প্রতিনিধি শহিদুল ইসলাম শিপু, থানা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী, অগ্রবানী প্রতিদিন পত্রিকায় নিজেস্ব প্রতিবেদক শাহরিয়ার প্রধান ইমন প্রমূখ৷ 

সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা ইসতিয়াক উদ্দিন জারজিস, কুতুবউদ্দিন, মেহেদী হাসান সোহেল, শফিউদ্দিন শপুসহ আরো অনেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭