বন্দরের ফুলহরে সন্ধ্যার পরেই বেড়ে যায় ছিনতাইকারীদের আনাগোনা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

বন্দরের ফুলহরে সন্ধ্যার পরেই বেড়ে যায় ছিনতাইকারীদের আনাগোনা


বন্দর প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় সন্ধ্যার পরেই ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যায় বলে অভিযোগ উঠেছে। গেলো কয়েকদিনে বিভিন্ন মালবাহী ট্রাকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভূক্তভোগীরা জানান, সন্ধ্যার পর থেকে রাত যত গভীর হতে থাকে ততই তাদের দৌরাত্ম বেড়ে যায়। ছিনতাইকারীরা মোটর সাইকেলে এসে ট্রাকের সাথে হালকাভাবে ধাক্কা লাগিয়ে দূর্ঘটনার মিথ্যা নাটক সাজিয়ে ট্রাক চালকদেরকে নির্জন জায়গায় নিয়ে তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। প্রশাসনিক নজরদারি ও পর্যাপ্ত টহল কার্যক্রমের অভাবে এ ধরণের ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয়রা ও ভূক্তভোগী ট্রাক চালকরা।

 

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘ছিনতাই ও অন্যান্য যে কোন অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ছিনতাই বন্ধে আমাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭