মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশী মদ সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রোববার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ ও নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ মোবারক ও মোঃ হাসান,রাজিয়া সুলতানা(২৭)সাদেক(৪৬)
এবিসয়ে এ এস আই ইলিয়াস জানান তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ জাকির রাব্বানী স্যার এর নেতৃত্বে আমি ও এএসআই শাহিন পৃথক অভিযান পরিচালনা করে জামপুর ও নোয়াগাঁও ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করি।
এসময় তাদের কাছ থেকে ৬ বোতল বিদেশি মদ ও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী জানান,আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন