প্রঞ্জা সলিউশনের অর্থায়নে সোনারগাঁয়ে ফেসিলেটশন সেন্টার উদ্বোধন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

প্রঞ্জা সলিউশনের অর্থায়নে সোনারগাঁয়ে ফেসিলেটশন সেন্টার উদ্বোধন


সোনারগাঁ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে প্রঞ্জা সলিউশনের অর্থায়নে ও জীবন সন্ধানী সমাজ কল্যান সংস্থার বাস্তবায়নে ফেসিলেটশন সেন্টার স্থাপন করা হয়েছে। 

বুধবার দুপুরে জীবন সন্ধানী সমাজ কল্যান সংস্থার সোনারগাঁ শাখায় এ ফেসিলেটশন সেন্টারের উদ্বোধন করা হয়। 

এই ফেসিলেটশন সেন্টারের মাধ্যমে সোনারগাঁ উপজেলায় যে কোন কৃষক তার জমির মাটি এবং পানি পরীক্ষা করতে পারবে বিনামূল্যে এবং সি আরএম প্রকল্পের মাধ্যমে নুনেরটেক চর এলাকার কৃষকদের স্যার,বীজ, সেট নেট দেওয়া হয়। 

সি আর এম প্রকল্পের আওতায় চর এলাকার কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এবং হতদরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ সহ অনেক ধরনের সেবা দেওয়া হয়। 


এবিষয়ে চর এলাকার সুবিধা ভুগী হেলেনা বলেন প্রঞ্জা সলিউশন আমাদের অর্থনৈতিক এবং সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করেছে আমরা চাই প্রঞ্জা সলিউশন আমাদের এলাকায় আরো কাজ করলে আমার মতো অনেক অসহায় মহিলা স্বাবলম্বী হবে

ফেসিলেটশন সেন্টার উদ্বোধনকালে ১০ জন কৃষককে স্যার,বীজ বিতরন করেন। 


উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, জীবন সন্ধানী সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা আক্তার, প্রঞ্জা সলিউশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বাহাউদ্দীন জাকারিয়া সাদেকুল ইসলাম, মেহেদী হাসান, রুনা আক্তার প্রমুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭