নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে জ্বালানি তেলের ব্যবসার আধিপত্য নিয়ন্ত্রণ দ্বন্দ্বে ক্যাপ রোমানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুরে নিহতের পিতা আবদুর রহিম বাদী হয়ে বন্দর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয় থেকে সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত পোনে আটটার দিকে উপজেলার ঘাড়মোরা এলাকায় অনিক গ্রুপের হাতে খুন হন ক্যাপ রোমান। নিহত ক্যাপ রোমান লক্ষারচর সৈয়ালবাড়ী ঘাট এলাকার আবদুর রহিম মিয়ার ছেলে। এ ঘটনায় আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ সরদারের সন্ত্রাসী ছেলে ও একাধিক মামলার আসামী অনিক সরদার (২৭) একই এলাকার আকবর হোসেন মিয়ার ছেলে অন্তর হোসেন (২৫) বুরুন্দী এলাকার শাহাবুল্লাহ বেপারী ছেলে সন্ত্রাসী সবুজ (৩৮) ও একই এলাকার মিজানুর মিয়ার ছেলে দিদার (৩৮)।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল রাত পোনে আটটার দিকে আমার ছেলে ও তাঁর বন্ধু সোহেল, শাহ পরান ও রমজান সহ আরও অনেককে সাথে নিয়ে ঘাড়মোরা মহিউদ্দিনের মার্কেটের সামনে পৌঁছা মাত্র পূর্বপরিকল্পিত ভাবে অনিকের নেতৃত্বে উল্লেখকৃত আসামিরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এদিকে নিহত ক্যাপ রোমানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন