বন্দর প্রতিনিধি: স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে এ সেবা সপ্তাহ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণরা।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন সবাইকে সময় মত ভূমিকর পরিশোধ করার জন্য আহবান জানান।
তিনি আরো বলেন, ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়াও উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে বুথ স্থাপন করা হয়েছে। আমাদের এ কর্মসূচি চলবে আগামী রোববার পর্যন্ত। গ্রাহকদের কোন ভোগান্তি ছাড়াই দেওয়া হবে ভূমি বিষয়ক সকল সেবা। বন্দর উপজেলায় লিফলেট, ব্যানার ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন