মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ ইলিয়াস মিয়া (৩৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার।
রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইলিয়াস মিয়া সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার এস আই পঙ্কজ কান্তি সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এস আই মোহাম্মদ আব্দুল মোতালিবসহ একটি টিম উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ইলিয়াস মিয়াকে তার বসতবাড়ি হইতে গ্রেফতার করতে সক্ষম হই।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন,মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন