মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২৯৩ বোতল ফেনসিডিলসহ মো. ফাহাদ (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তারকৃত ফাহাদ কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার বাগলপুর গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফাহাদ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা।
সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা হতে প্রাইভেটকার যোগে অভিনব পদ্ধতিতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এর চালান নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন