মোঃ নুর নবী জনিঃ-বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার।তিনি জানান শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ওই কিশোর নিখোঁজ হয় ।
নিখোঁজ সিয়াম সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা ব্রিজের নিচে শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নামে সিয়াম ও তার বন্ধুরা এ সময় পানির স্রোতে সে ডুবে যায়। তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানালে পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, ওই কিশোরকে উদ্ধারে দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন