মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সোনারগাঁ পৌর এলাকার রয়েল রির্সোটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্ব পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতসহ প্রস্তাবিত কমিটির সকল সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া ও সাধারণ সম্পাদক কায়সার হাসনাত বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে দলের ত্যাগী নেতাদের সমন্বয়ে প্রস্তাব করা হয়েছে।এবং সেই কমিটি জেলা নেতৃবৃন্দের কাছে জমা দেয়া হয়েছে। জেলা কমিটি ইচ্ছা করলে এ কমিটির সদস্যদের নাম বাদ দিতে পারেন আবার সংযোজন করতে পারেন।
এসময় তারা অভিযোগ করে বলেন, দু:খ হলেও সত্যি কমিটি অনুমোদনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যম আমাদের কমিটি নিয়ে সংবাদ প্রকাশ করে বিভ্রান্তী সৃষ্টি করেছে। সেজন্য আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তীর তীব্র নিন্দা জানান।
প্রস্তাবিত কমিটির সদস্যদের নাম নিম্নে দেয়া হলো:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন