রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ এর তৃতীয় দিনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । গতকাল ৭ জুন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঞ্চন বাজার এলাকায় বিআইডব্লিউটিএয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন । অভিযানে পাকা স্থাপনা, টিনসেট আধাপাকা বিল্ডিং, বাঁশের জেটি, টিনশেট ঘর, আধাপাকা ঘর,পাকা সীমানা প্রাচীর, বিল্ডিংসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩ একর জমি উদ্ধার করা হয়। এসময় বিআইডব্লিউটিএ উপ-পরিচালক এহতেশামুল পারভেজ, সহকারী সমন্বয় কর্মকর্তা গাজী মোহাম্মদ আবদুল মোতালিব, উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে স্থাপনা করে নদী দখলে নিয়েছেন স্থানীয়রা। শীতলক্ষ্যা নদী রক্ষার্থে আমরা ৬ দিন অভিযান পরিচালনা করব। আজকে তৃতীয় দিনে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ করে তিন একর জমি উদ্ধার করতে সক্ষম হই। এ অভিযান আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন