শুক্রবার (২রা জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সোনারগাঁ উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্ধারিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের অনুপস্থিতিতে সোনারগাঁ উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালক আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও পরিচালক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগীত শিক্ষক দিলিপ বর্ধণ,সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নুর নবী জনি,যন্ত্রসংগীত শিল্পী বাহাউদ্দীন বাহার,প্রদীপ বাহাদুর,চারুকলা শিক্ষক কাজল বনিক,খেলা ঘর সোনারগাঁ উপজেলার সাংগঠনিক সম্পাদক মনোজ কুমার অধিকারী প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠানে কবির গান, ছড়া, কবিতা, সাহিত্য ও নানা সৃষ্টি নিয়ে আলোকপাত করা হয় । এছাড়াও আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন