মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে এক যু্বক মৃত্যু হয়েছেন। এসময় তার সাথে থাকা তার ছোট ভাই মো. রিপন (২০) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরমান হোসেন রোহান চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামের হোসাইন মিয়ার ছেলে। সে এবার মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো।
স্থানীয় এলাকাবাসী গোলাম মোস্তফা জানান, রোহান ও রিপন চাকরির জন্য চট্টগ্রাম থেকে সোমবার রাতে রওনা হয়ে মঙ্গলবার ভোরে কাঁচপুর নামলে ছিনতাকারীরা আটক করে উপর্যপুরী ছুরিকাঘাত করে একটি ব্রিজের ওপর দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় রেখে সর্বস্ত লুটে নিয়ে যায়।পরে তাদের চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোহানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত রিপনের অস্ত্রোপচার চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন