নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের দায়িত্ব গ্রহণ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের দায়িত্ব গ্রহণ


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ জেলার নতুন প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মাহমুদুল হক। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের কাছ থেকে নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করেন। এসময় দায়িত্ব পালনে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চেয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার আগে ২৭ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গত ১০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। 

বিদায়ী জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ২০২১ সালের ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। তিনি এর আগে চাপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। দেড় বছরেরও বেশি সময় নারায়ণগঞ্জে তিনি দায়িত্ব পালন করেছেন। মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭