মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালামের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও গণ ভোজ অনুষ্ঠিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে তার নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন গণভোজে অংশ নিয়ে তিনি।এসময় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সহপতি ও উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সাসুজ্জামান সামসু, টাইগার ক্লাবের সভাপতি নুরে আলম, আওয়ামীলীগ নেতা ইউসুফ মিয়া, মোগরাপাড়া ইউনিয়ন কৃষকলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর মোখলেসু রহমান আমিন, পৌরসভা আওয়ামীলীগ নেতা ইসমাইল আল মামুন, আওয়ামীলীগ নেতা কায়সার আহম্মেদ মুসা, রফিকুল ইসলাম, উজ্জল মিয়াসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন