মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক কারবারে জড়িত পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ২৫০ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা ও ৪’শ পুরিয়া হিরোইন উদ্ধার করেছেন পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
গত মঙ্গলবার দিবাগত রাত সারে ১২টার দিকে ফতুল্লার পশ্চিম জেলে পাড়ায় অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
বুধবার বিকালে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন:-খালিদ হাসান রবিন, মো. আকাশ, ইমরান রহমান মিঠুন, আক্তার হোসেন ও মো. কাউসার।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশরে কাউন্টার টেরোরিজম ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত থেকে ২৫০ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা ও ৪’শ পুরিয়া হিরোইন জব্দ করা হয়।
প্রথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আসামীরা ভারতের বর্ডার থেকে এসব মাদক কিনে কাভার্ড ভ্যান করে কৌশলে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় বিক্রি করেন। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ প্রক্রিয়াধীন রয়েছে।
এসময় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যগণ সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকতার্রা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন