নিউজ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ৯০ নেতাকর্মী।
মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
এর আগে গত সোমবার বিএনপির ১৮ জন নেতাকর্মী একই মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। এর ফলে এ মামলায় এজাহারনামীয় সব আসামি হাইকোর্ট থেকে জামিন পেল।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপির ৯০ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন আদালত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন