মেঘনায় এসিল্যান্ড'র বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্তের শুনানি মঙ্গলবার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৭ আগস্ট, ২০২৩

মেঘনায় এসিল্যান্ড'র বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্তের শুনানি মঙ্গলবার


মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লা মেঘনা উপজেলার'এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ' হেডলাইন দিয়ে গত ১ই জুন ভোরের কাগজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ্য ছিলো, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে' গত (২৫ মে,২০২৩) বৃহস্পতিবার চন্দনপুর ইউপি উপনির্বাচন চলাকালীন মুহুর্তে পাঁচশত টাকার জরিমানার রিসিট দিয়ে তিন হাজার টাকা আদায় করার দায়ে উপজেলার ঠাকুরকান্দি গ্রামের মৃত হাজ্বী নায়েব আলীর ছেলে মো. আবুল কাশেম (ইটালি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর তার বিরুদ্ধে গত (৩০ মে,২০২৩) মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার এর স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্তের লক্ষ্যে মঙ্গলবার (৮ জুলাই,২০২৩) বেলা ১১ ঘটিকার সময় জেলা প্রশাসক কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সেজন্য ধার্যকৃত তারিখ ও সময়ের মধ্যে উপযুক্ত স্বাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে শুনানিতে অংশগ্রহণ করার জন্য বলা হয়।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার  মুঠোফোনে নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭