সজীব হোসেনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজে ১০জুলাই বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ বজলুর রহমান (সিআইপি)
অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল লতিফ, অধ্যক্ষ,হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজ,সম্মানিত শিক্ষক ও কলেজ পরিচালনা পরিষদরের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
আলহাজ্ব মোঃ বজলুর রহমান (সিআইপি) পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার এক একটি সন্তানের মত। তাই চোখ-কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নিবে। এসময় পরীক্ষার্থীদের নানা রকম দিক-নির্দেশনা ও সুপরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন