মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ডালিম ও ফেরদৌস নামে দু'জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন।
গত শুক্রবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। গুলিবিদ্ধ দু'জনই রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার বাসিন্দা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন