সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পিরোজপুর গ্রামের মৃত তাজু মোল্লার ছেলে সন্ত্রাসীদের গডফাদার সোয়েব মোল্লার বিরুদ্ধে গত কয়েক মাস যাবত ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন,দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার রিপোর্টার মোঃ মাজহারুল ইসলাম রাসেল।সংবাদ গুলোর বিষয়বস্তুে ছিলো সন্ত্রাসীদের গডফাদার সোয়েব মোল্লার অপরাধ জগতের সকল কর্মকান্ডের ফিরিস্তি।
সাংবাদিক মাজারুল ইসলাম রাসেল জানান,তাই আজ ১৯ আগস্ট শনিবার দুপুর ১২:৫০ মিনিটে সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেলকে অকথ্য ভাষায় গালাগালি করে তারপেট কেটে হত্যা করবে এবং তাকে মারার বাজেট ধরা হয়েছে ১ কোটি টাকা বলে হুমকি দেন মোবাইল ফোনে সন্ত্রাসীদের গডফাদার সোয়েব মোল্লা।
আমার কাছে তার কল রেকর্ড আছে,আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। এবং অভিযোগের সাথে সোয়েব মোল্লার কল রেকর্ডও জমা দিয়েছি।
সোনারগাঁও থানার সাব ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন,আমি সোয়েব মোল্লার বিরুদ্ধে এক সাংবাদিককে হত্যার হুমকির একটি লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন