সোনারগাঁ প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) সকালে ইউনিয়ন এলাহীনগর ঈদগাঁ মাঠে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক মোল্লার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, প্রধান বক্তা মোঃ ফিরোজ হোসাইন,
আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ রোবায়েত হোসেন শান্ত,উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান,উপজেলা আওয়ামী লীগের সদস্য রাসেদ উদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাসান রাসেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক মোঃ এমদাত মোল্লা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ পিয়ার আলী মাস্টার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামান,ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সালাম সরকার,ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন,শ্রমিক লীগের সিঃ সহ-সভাপতি সাইফুর রহমান বাবলু সরকার,শ্রমিক লীগের সহ সভাপতি সাদ্দাম সরকার,শ্রমিক লীগের সাধারন সম্পাদক
হোসেন সহিদ, ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রিয়াদ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে, স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে জাতির-জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু আওয়ামী লীগের অগ্রযাত্রা থামানো যায়নি। কাজেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রযাত্রা তা থামানো যাবে না।
পরে দুপুরে শত শত মানুষ গণভোজে অংশগ্রহণ করেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন