সোনারগাঁয়ের দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপের’ ৮ সদস্য গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

সোনারগাঁয়ের দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপের’ ৮ সদস্য গ্রেফতার


নিউজ ডেক্সঃ-
দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপের’ ৮ সদস্যকে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব ১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান,সোমবার দিবাগত রাতে কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে টাইগার গ্রুপের’ সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি করে ৬টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি রেজর (ক্ষুর) এবং ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো:-টাইগার গ্রুপের দল নেতা হৃদয় (২৮), সদস্য শাহজালাল (২৫), জুয়েল (২৬), রানা (২১), জাহাঙ্গীর আলম (২০), রাসেল (২১), সাগর (২৩), রনি (২০)।

র‌্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে ‘টাইগার গ্রুপের’ ব্যানারে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় লোকজন কে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে ছিনতাই ও বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে।

গ্রেফতারকৃত আসামি হৃদয়ের বিরুদ্ধে ২টি, শাহজালালের ১টি, রানার ১টি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানায় র‌্যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭