মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম এর সাথে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম,সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত পুস্পস্তবক অপর্ণ করেন।
পরে একে একে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ,জাতীয় পার্টি, সোনারগাঁ সিটি প্রেসক্লাব ও বিভিন্ন দপ্তরসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
এসময় সহকারি কমিশনার ( ভূমি ) মোঃ ইব্রাহীম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক সুধীজন শিক্ষক শিক্ষার্থীরা।
এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলাদের আর্থিক লোনের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন