মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশ ( ডিবি) পরিচয়ে মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে অপহরণকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলোঃ শামীম হোসেন,আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, মিলন, রায়হান সরকার মামুন ও নয়ন।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি হাইয়েস গাড়ি, লুন্ঠিত নব্বই হাজার টাকা,একটি খেলনা পিস্তল,ডিএমপি (ডিবি)লেখা একটি কটি, একটি ভাঙ্গা ওয়াকিটকি,একটি চাইনিজ কুড়াল,একটি হাতকড়াসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাও লাউ মারমা জানান, বুধবার রাতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দিয়া চেকপোস্টে পুলিশ ডিউটিরত অবস্থায় একটি হায়েস গাড়ি থেকে চিৎকার শুনে এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এসময় ৬জনকে আটক করা হয় ।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, আটককৃত ৬ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রী মিনাল কান্তিকে হাইয়েস গাড়িতে উঠিয়ে তার কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় চেকপোস্টে পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে ভুয়া ডিবি পুলিশের আড়ালে ডাকাত দল পুলিশের হাতে ধরা পড়েন।