মোঃআবু কাওছার মিঠু :-নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টানমুশুরী এলাকার চারটি সড়ক আজ ২ আগষ্ট বুধবার উদ্বোধন করা হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশে স্থাবর সম্পত্তির হস্তান্তর বাবদ অর্থে নির্মিত এ সড়ক গুলো উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া। টানমুশুরী মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো:মশিউর রহমান তারেক।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, রূপগঞ্জ ইউপি সদস্য খোরশেদ আলম, জাহানারা আক্তার, আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন মিয়া, শামসুদ্দিন বেপারী, জুলহাস মিয়া, মোক্তার হোসেন, হাজী গোলাম রসুল, জাহাঙ্গীর আলম, শ্রী হরিহর বাবু, রূপগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ মাহমুদ,সহ সভাপতি আক্তার হোসেন, টানমুশুরী স্পোর্টিং ক্লাবের সভাপতি আপেল মাহমুদ, মহিলা লীগ নেত্রী প্রিয়াংকা রাণী,মোসাম্মৎ বেগম, যুবলীগ নেতা বাবু মিয়া, রাজীব,সাকিব,সোহাগ মিয়া প্রমুখ। পরে ফিতা কেটে টানমুশুরী এলাকার সড়কগুলো উদ্বোধন করা হয়।